DEHLIJ

চঞ্চল ভট্টাচার্য

প্রতিবাদের কবিতা

চঞ্চল ভট্টাচার্য 



মাসখানেক হয়ে গেছে,

কখনও ঝিলিক দিয়ে যাচ্ছে

আলোর রেখা, ঘোর কালো

ব্ল্যাক আউটের মধ্যে।

বিচার বিচার করে লাটে উঠেছে

আমাদের সব।

হাতে হাত রেখেছি আমরা

দল ভুলে, স্বার্থ ভুলে অনেক দিন পর।

আমরা কি ভুলে যাব সব? 

এমন কেন হয়? 

ঘরের মেয়ে মানুষ হতে গিয়ে

আর না ফেরার দেশে চলে গেলে

আন্দোলন তো চলতে থাকে,

কিন্তু মানুষ ফিরে আসে না।

ক্ষমতা, তুমি অতদুর প্রকাশিত? 

সেই ব্যপ্তি কি খোদার আসন, ভগবানের

অবস্থানকেও গ্রাস করেছে? 


No comments

FACEBOOK COMMENT