রীতা বিশ্বাস পান্ডে
আবার আমার অসময়ে চলে যাওয়া
রীতা বিশ্বাস পান্ডে
এবার পথ দেখানোর পালা
মেয়েটাকে দুমুঠো খাইয়ে পাঠিয়েছিলাম আমি মা
যা বাপু হসপিটালে যা দেরি করিস না।
কত রোগী ঠিকঠাক পথ্য পাবে বলে
অধীর আগ্রহে তোদের পথ চেয়ে আছে শুয়ে।
সেই যে স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে গেল মেয়েটা
ফিরে এল না মেয়েটা পেরিয়ে যায় ঘন্টা।
আমরা মা বাবা থাকি কি করে বলো
মেয়ের পথটা একবার খুঁজে আসি চলো।
এলো না ফিরে আর মেয়েটি আমার
মা বাবা আমরা খুবই যে লাচার।
কেন এমন হয় বুঝিনা হায় আমি
বাড়ি থেকে বেরিয়ে কোথায় হারায় জানি?
খুঁজতে গিয়ে অনেক কাঠ খড় পোড়াই
তবু খুঁজে পাই না তারে আমরা সবাই।
পাইনা কোথাও খুঁজে তাকে আমরা মায়েরা
ক্লান্তিহীন দুচোখে আমাদের শুধুই জিজ্ঞাসা।
মেয়ে কি আমার পাবে ঘরে ফেরার রাস্তা?
পথ হারিয়ে যাওয়া এতই কি সোজা?
মেয়ে আমার খুঁজে পাবে কি তার অস্তিত্ব?
মেয়ে আমার খুঁজে পাবে কি তার সম্মান?
মেয়ে আমার খুঁজে পাবে কি তার স্বপ্ন?
মেয়ে আমার খুঁজে পাবে কি তার পৃথিবী?
চলো সবাই মিলে তাকে দেখায় পথ ।
স্বাধীন পৃথিবীতে তার নিজস্ব পথ।

Post a Comment