পৃথা দাস
দ্রোহকাল
পৃথা দাস
সে ছিল পদ্মসম্ভবার হিপোক্রেটাস শপথ
আকাশ ভরে গিয়েছিল মুক্ত আলোয়
সাদা অ্যাপ্রণের, স্টেথোস্কোপে ছিল মানবিকতা
সেবা নিয়ে একাগ্র মন., চমকে উঠেছিল -- জানত না
বিদ্যুত ঝলসানো গোপন পাপের তীক্ষ্ণ ছুরি , লালসা
ভয় দেখাল , পদ্মসম্ভবা ভয় পায় নি -- পিছিয়ে যায় নি
নির্মম অন্ধকারে বন্দি , লাঞ্ছিতা, ধর্ষিতা , হত পদ্মসম্ভবা
তবু রেখে গেছে শেষ আর্তনাদে প্রতিবাদের স্বর।
এসো পথে নামি হাতে হাত রেখে
তৈরি করি মানব শৃঙ্খল ,
জ্বালাই প্রতিবাদের. মশাল ---
এ অগ্নিশিখা বিচার চায় ,
জনতার দাবি , জীবনের দাবি , মানুষের দাবি
এসো অযূত কন্ঠে করি প্রতিবাদ,
আমরা বিচার চাই --- না হলে
মানুষ আর মানুষ থাকে না ।।

Post a Comment