DEHLIJ

বিশ্বেশ্বর ভট্টাচার্য

আর জি কর মেডিকেল কলেজ 

বিশ্বেশ্বর ভট্টাচার্য 




কোথাও একটা ভুল হচ্ছে 

মারাত্মক ভুল

 আর সেই ভুলটা ক্রমবর্ধমান। 

একটি যুবতীর মুখ 

সম্পূর্ণ অজানা অচেনা 

তবুও মনের মধ্যে ঘুরপাক খায় 

চোখে জল আনে ।


কিন্তু এখন টিভির পর্দায়

 খবরের কাগজে 

সোশ্যাল মিডিয়ায় শুধু প্রতিবেদন 

চলন্ত জলন্ত ছবি 

আর ছবি ।

অগণিত  জনতা প্রতিবাদী জনতা 

ক্রুদ্ধ মুখে স্লোগান 

অন্যদিকে বিশাল পুলিশ বাহিনী

 প্রস্তুত ভাল তলোয়ার নিয়ে।

 এইসবের মাঝখানে

 কোথায় যেন হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে

 সেই অচেনা অজানা মুখটা।

 বুক ফেটে কান্না আসে 

কিন্তু কান্না তো প্রতিবাদ নয় 

শুধু পাশে থাকা সমব্যথী হয়ে।


No comments

FACEBOOK COMMENT