DEHLIJ

রত্না সেন

তিলোত্তমা

রত্না সেন



জাগছে মানুষ, বলছে মানুষ,

উঠছে মানুষ দেখো।

তোমার আমার বাঁচার দাবি ব্যর্থ হবে নাকো।


ভোর হয়েছে, ফুটছে  আলো    অরুনিমায় লাল।

 ঘুচছে কালো, উঠছে মানুষ, বলছে মানুষ দেখো।

তোমার আমার বাঁচার দাবি ব্যর্থ হবে নাকো।


যে মেয়েটি প্রাণ দিল আজ,

কারোর লোভের পাপের ছলে,

 জাগিয়ে গেল তোমায় আমায় বিচার চাই বলে।


মানুষ যখন পিশাচ হয় ভয়ংকরী রাতে,

 তোমার আমার ঘরের মেয়ে লুটিয়ে   পড়ে, নৃশংস আঘাতে।

 

তাইতো উঠছে জেহাদ, ফুঁসছে মানুষ, উঠছে আওয়াজ  দেখো,

তোমার আমার বাঁচার দাবি ব্যর্থ হবে নাকো।

রচনা-রত্না সেন


এই দ্রোহকালে সবার আওয়াজ মিলে একই আওয়াজ উঠুক বিচার চাই বিচার চাই।


No comments

FACEBOOK COMMENT