DEHLIJ

আফ্রিদা মাসুমা

চাঁদ ও আত্মহত্যা

আফ্রিদা মাসুমা



দেখতে দেখতে আবারও আত্মহত্যা করেছে চাঁদ,

সাদা কলারের উপর নেকড়ের মুখ

আর নেকড়ের মুখে কুকুরের দাঁত দেখেই

প্রতি মাসে গলায় দড়ি দেয় চাঁদ।


নেকড়েরা কৌশল খোঁজে,

প্রান ফেরাতে চাঁদের ।

সুর তালের রসে কষে

চাঁদকে শোনায় প্রেমের কাব্য, সুধার গান।


যখন সুসজ্জিত চামড়ার তলে পাশ ফেরায় নেকড়ে,

চোখ থেকে ঝুলে পড়ে ফোঁটা ফোঁটা লালা,

আর উন্মত্ত দৃষ্টি খাবলায় 

চাঁদের নগ্ন বুক ও উরু -


প্রতারণায়, ভয়ে, ত্রস্তে চাঁদ

করে বসে আত্মহত্যা ।


নেকড়েরা আবার কৌশল খুঁজে…



No comments

FACEBOOK COMMENT