শাশ্বতী নন্দ
মায়াহরিণীর ডাক
শাশ্বতী নন্দ
যখন মুখ বন্ধ রাখাই
নিরাপদ বলে মনে হয়
তখনই মুখ খোলার প্রকৃত সময়।
মানুষ এখনও মানুষখেকো
ওঁত পাতা শিকারি শ্বাপদ,
তক্কে তক্কে থাকে
ঘাড় মটকায়, মাংস খুবলে খায়
তারপর ভরপেট ঝিমায়
জেগে উঠলেই খিদে, মাংসলক্ষ্য…
মায়াহরিণীর অতন্দ্র থাকার এ সময়
শ্বাপদ আসলেই সে মুখ খোলে, ডাকে
সতর্ক হয় সম্ভাব্য শিকার…
মানুষ এখনও মানুষখেকো,
মানুষকে মুখ খুলতেই হবে
ডেকে যেতে হবে মায়াহরিণীর ডাক।

Post a Comment