DEHLIJ

সঞ্জয় রায়

 আর জি করের সেই মেয়েটা 

সঞ্জয় রায়




আর জি করের সেই মেয়েটা

যে মেয়েটা দানবীয় ভাবে খুন

হলো ধর্ষণের পর 

তাঁকে দেখলাম রাত দখলের প্রতিটি

মেয়ের চোখের তারায়।


প্রতিটি মেয়ে 

প্রতিটি ইলামবাজারের মেয়ে

প্রতিটি মধ্যমগ্ৰামের মেয়ে 

প্রতিটি মালদহের মেয়ে 

প্রতিটি বারাসতের মেয়ে 

অপলক তাকিয়ে আছে 

আর জি করের সেই মেয়েটার 

চোখের তারায়।


চোখের তারায় তাকিয়ে আছে 

আধ খাওয়া বিস্কুটের মতো

পশ্চিমবাংলা।


চোখের তারায় তাকিয়ে আছে 

আর জি করের সেই মেয়েটার 

মতো ভারতবর্ষ।


আর গনগনে চুল্লির আগুনে

জ্বলছে সূর্যোদয়ের প্রথম আলো।



No comments

FACEBOOK COMMENT