DEHLIJ

বিদ্যুৎলেখা ঘোষ

 আগুনের বাঁশি 

বিদ্যুৎলেখা ঘোষ




অনেক মানুষের মধ্যে থেকে একজন

ছেলেটি বাঁশি বাজিয়ে চলেছে অকরুন 

সামনের চত্বরে মোম আলোর ধারাপাত

হিংস্র জিঘাংসার বলি মেয়েটি অলক্ষে 

দেখছে তারই ফুলকুমারী মূর্তি গড়েছে

তাকে ভালোবেসে সব মেয়েদের জন্য

রুখে দাঁড়িয়ে এমন ঘৃণ্য অমানবিকতার

বিচার চেয়েছে যারা 

মাহ ভাদরে বিষাদের সুরে 

মোম আলোগুলো জ্বলছে 

সারিবদ্ধ সৈনিক যেন 

নিঃশেষ করে নিজেদের ওরাও বলছে

মৃত্যুর আগে কেউ যদি মারে তোমাদের 

বরাবর অবশ্যই করে দিও হিসেবটা।

No comments

FACEBOOK COMMENT