কৃষ্ণা মিশ্র ভট্টাচার্য
কবি,মঞ্চ থেকে নেমে এসো
কৃষ্ণা মিশ্র ভট্টাচার্য
কবি,একবার মঞ্চ থেকে নেমে এসো
পেভমেন্টে, ফুটপাথে মায়ানগরীর আন্ডারপাসে,উড়ালপুলের আনাচে কোনাচে একবার তাকাও
ঠিকা শ্রমিক, বন্ডেড মজদুর, দুর্লভনগরের পালক ছড়ানো রাস্তায়
আঁচল খসানো একপেট খিদে চৌমনুনির চায়ের দোকানে
নেমে এসো কবিতার পাজল ছেড়ে
গোলাপ আকাশের মায়াময় বোধ ছেড়ে
কিচেন কিংবা লিভিংরুমের আরাম ছিঁড়ে
মুখোমুখি বসে পড় অনিচ্ছুক শূন্যতার
খাদানে
যাবতীয় লিটারারি এলিউশন তছনছ
হাঁমুখ জ্বলন্ত তন্দুরের পাশে।।
নেমে এসো প্রতিবাদে,প্রতিরোধে,
মানবিক অধিকার বোধে
দাঁড়াও যাবতীয় মানহারা মানুষের পাশে
কবি,একবার মঞ্চ থেকে নেমে এসো
রাস্তা তোমায় ডাকছে...

Post a Comment