DEHLIJ

ভাস্বতী গোস্বামী

দুর্গা ঘুমাও

ভাস্বতী গোস্বামী



আবার তুমি আসবে বলে 

শরৎ আকাশ নীল হয়েছে

কাশের ঝালর লিখছে ছুটি

সোনা রোদের ঘুম ভেঙেছে


কোথায় যেন আগমনী 

মহালয়ার সুর ভেসে যায়

বছর পরে আসছে উমা

খবর আসে হাওয়ায় হাওয়ায় 


কেমন আছিস মা-জননী

কেমনই বা সংসার তোর

মা মেনকার কথায় কথায় 

কাটলো যে রাত কাটলো যে ভোর


মায়ের বুকে এলিয়ে মাথা

দুর্গা বলে নিজের কথা

রাত দখল করতে যাবো

তুলবো মা ওই হল্লাবোল


শতাব্দীর অশ্রুতে আজ

ভাসছে মায়ের চোখ কেবল

পারবি 'মা-গো' পারবি যে তুই

করতে হবে দিনবদল


শাঁখের ডাকে সন্ধ্যা নামে

পঞ্চমীতে চাঁদ তরল

ঢাক বেজেছে ওই বোধনের

গর্জে ওঠা হোক সফল


জোট বেঁধেছো? তৈরি হও

ঝড় উঠেছে ---- উঠুক ঝড়

অসুর বধের আসছে সময়

হাজার কণ্ঠে একই স্বর


মরবো না 'মা' বাঁচতে যে চাই

সিঁদুর খেলার লাল আকাশ

দুর্গা তোর আজ অঢেল ছুটি

মায়ের কোলে ঘুমিয়ে যাস


আসিস না আর আমার ঘরে

শিউলি ঝরার ভোর বেলায়

রাখার দু'হাত নেই আমাদের

কলঙ্কেরই এই বিজয়ায়


No comments

FACEBOOK COMMENT