DEHLIJ

সুতপা ঘোষ দস্তিদার

কী লিখি আজ

সুতপা ঘোষ দস্তিদার 



দেহলিজ,

কী লিখি আজ পৃষ্ঠায় তোমার? 

চেতনায় অন্তর্লীন বাক প্রতিমা বাণীহারা,

কলমের সুষুম্নায় প্রবাহিত কালি যন্ত্রণায় জমাট বাঁধা 


গুমরে গুমরে বলে,বিচারের বাণী যতদিন

অপরাধীর প্রতি শাস্তি ঘোষণায় পরাধীন 

ততদিন সে দ্রব হ'য়ে সাদা পাতায়

পারে না মুখ দেখাতে কাব্যের ভাষায়।

লাখে লাখে কন্দ রোপিত হবে টিউলিপের,

খবরে প্রকাশ

রাজধানীর মাটি,বলো,তুমি কি পারো

এমতাবস্থায় ফুটিয়ে তুলতে টিউলিপের আলো?

মাটি,তুমি কি পারো না হতে প্রতিবাদী? 

আরো কিছুদিন নিষ্ফলা তুমি

পারো না কি হতে হরতালে সামিল? 

আকাশে চাপ চাপ মেঘেরা দানা বাঁধে 

প্রতিবাদে ।

থমকানো হাওয়া মাঝে মাঝে নাড়া দেয় মেঘে,

আকাশের কান্না মনে হয় নেমে আসে 

বৃষ্টি হ'য়ে।

পৃথিবীর বুকে হতাশ শুয়ে ভারতের মানচিত্র ...

ভীত ঊরুদ্বয় সংঘবদ্ধ 

দু'পাশে ছড়ানো নিরাশার মুঠো,

সূর্য কি লজ্জায় লুকিয়েছে তাই

মুখ কিছুদিন ধরে? 

অমাবস্যার আড়াল ঠেলে বেরিয়ে এসে

অপরাধ করে ব'লে মনে হয় চাঁদ

একটু একটু ক'রে পূর্ণ হতে চেয়ে বারবার!

মৃত মানুষের ফ্যাকাশে মুখের মত 

সভ্যতা আছে শুধু চেয়ে

যদিও প্রাণ নেই সে দৃষ্টিতে ...

দেহলিজ, হায়! কী লিখি আজ

সাদা পৃষ্ঠাতে আমার?

কলমে কলমে গর্জে উঠুক অভয়া-

নির্ভয়ার বেঁচে থাকার অঙ্গীকার।।

No comments

FACEBOOK COMMENT