DEHLIJ

গৌতম দাশগুপ্ত

ঢেউএর মাথায়

গৌতম দাশগুপ্ত



ফোড়ন দেওয়া মুসুরির ডাল

আর রুটি

সকালের ব্রেকফাস্ট চিবিয়ে 

ভাদুড়িবাবু পাশের বাড়িতে এলেন 

মেয়েটার বাবা বারান্দায় বসা 

জোরে একটা ঢেকুর তুলে

মেয়ের বাবাকে বললেন

কিছু খবর পেলে ?


মেয়ের বাবা নির্বাক 

স্পন্দনহীন চোখে 

শুধু মাথা নাড়ান ।

কাতলা মাছের ঝোল খেয়ে 

রাতে আবার ভাদুড়িবাবু অথচ

চোখের সামনে দেখলেন

শুধু গণজলসমুদ্র

সমস্ত উত্তর নিয়ে ঢেউয়ের মাথায়

মেয়ের বাবার মুষ্টিবদ্ধ হাত ।  

No comments

FACEBOOK COMMENT