শ্যামল বিশ্বাস
তুই তো আছিস, না ?
শ্যামল বিশ্বাস
এটাই ভাল হল যে তোর দেহ নেই
বৃষ্টিও এল অথচ তুই ভিজলি না
গনগনে রৌদ্রও তোকে পোড়াতে পারল না।
শরীর নেই বলে তোকে দেখে প্রতিনিয়ত
নারী খেকো হায়না চোখ জ্বলজ্বল করে না,
রক্ষা পেয়ে গেলি নির্ভয়া বরাবরের জন্য
রক্ষা পেয়ে গেলি , নইলে আসছে পূজোয়
মেলার ভিড়ে অজস্র নখ তোর নিষিদ্ধ অঙ্গ
আঁচড়ে দিত নতুবা তুই তো সব জানিস ।
এটাই ভাল হল যে তোর দেহ নেই
বাতাস এল, আঁচল উড়ল অথচ কেউ বুঝল না
তুই আছিস কি নেই সেটাই বোঝা গেল না।

Post a Comment