DEHLIJ

সোনালী মুখোপাধ্যায়

 জাগো তিলত্তমা

সোনালী মুখোপাধ্যায় 


                         

মূমূর্ষূ রোগীর স্বরে

তিলত্তমা জেগে ওঠে

ক্লান্ত শরীর ডিউটি করে। 

ক্লান্ত হাতটি মাথার পরে 

রোগীর কপাল  স্পর্শ করে

রোগীর চোখ জলে ভরে। 

অভয় দেয় অভয়া মা

গায়ে তার সাদা জামা। 

ফিরে আসে নিভৃত ঘরে

ক্ষণিক বিশ্রামের তরে। 

রাতের কালো অন্ধকারে

 পিশাচেরা ঘিরে ধরে। 

তিলত্তমার ঘুম ভাঙে না

খুলে কে নেয় সাদা জামা। 

বিভৎস সে দৃশ্য দেখে

রাতের তারা কেঁপে ওঠে। 

ধর্ষকেরা পালায় ছুটে। 

কিন্তু ওকি পা যে জড়ায়

তাকিয়ে তারা ভয়ে ডরায়। 

তিলত্তমার মুক্ত বেণী

প্রতিটা চুল কাল নাগিনী। 

হিসহিসিয়ে ছুটে আসে,

জড়ায়  সবে নাগ পাশে। 

শিঘ্র পালা রব তোলে

তিলত্তমা আঁখি মেলে। 

হটাৎ তারা তাকিয়ে দেখে

তিলত্তমার রক্ত আঁখি

তাকিয়ে আছে তাদের দিকে।

 তিলত্তমা উঠে বসে

বসতে বসতে অট্টহাসে

দশ হাতে তার অস্ত্র বাজে

জাগে সে ঐ করাল সাজে। 

অসুর রক্ত পান করে সে

তৃষা মেটায় অবশেষে।

No comments

FACEBOOK COMMENT