DEHLIJ

মোনালি রায়

মোনালি রায় লিখলেন

মোনালি রায়



কলকাতা বা শ্যাম বাজার ৫ মাথার মোড় থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে।

অথচ, কলকাতার দিন, রাত, শ্লোগান, গানের সুর,  কোলাহল এমনভাবে মন আর মাথায় ছেয়ে আছে, পুরোটাই যেন এক সমবেত অস্তিত্ব। 

এখান থেকে জোর করে নিজেকে টেনে বের করে এনে, আলাদা বা নতুন কোনও  মত পথ বাতলে দেবার মতো ক্যারিশমাটিক ক্যারেক্টর আমি নই....

ফলে, লিখতে গেলে হাতে থাকে এক দলা অন্ধকার 

#


১ মাস হতে চলল। প্রায়, গোটা পৃথিবী উদগ্রীব।  সকলে চাইছি,  হসপিটালের মধ্যে খুন - ধর্ষণ করবার মত নৃশংস মানসিকতা,  দুঃসাহস আর সেটা ঢেকে রাখবার জন্য অন্ধ ক্ষমতার অপব্যবহার,...  যে কয়েকজন মানুষ করে চলেছেন.... তাদের যেন রাস্তায় টেনে এনে নামানো যায়


নজরুল ইসলাম মাফ করবেন,   লোপাট করার জঘন্য রাজনীতি আর " মুক্ত স্বাধীন মিথ্যা " দের সরে যাবার সময় নিশ্চিত খুব কাছে।


খুব মন দিয়ে কিছু চাইলে, ইউনিভার্স না কি ফেরায় না.... 


এত মানুষের এক কাট্টা চাওয়া  বিফলে না যায়....


ক্ষমতার আড়ালে থেকে যে অপরাধীরা , এই স্বতঃস্ফূর্ত জন-দ্রোহ'কে এখন ওয়েব সিরিজের মতো উপভোগ করছে, এবং যারা এদের নিরাপত্তার সুবন্দোবস্ত  করছে.... তাদের প্রত্যেকের শাস্তি হোক।

ঘরে। বাইরে। আদালতে। 


এ আশায় আমিও রাত জাগি।


আমি নিজে একটিমাত্র মেয়ের মা


No comments

FACEBOOK COMMENT