DEHLIJ

সুজিত কুমার চট্টোপাধ্যায়

 ন্যায় বিচার

সুজিত কুমার চট্টোপাধ্যায়





প্রতিবাদ চলছে চলবে

তদন্ত টলছে চলবে

আদালত চলছে চলবে

প্রশাসন চুপচাপ

তদন্তকারী চুপচাপ

জনতা চুপচাপ দেখছে।


সমাধান সকলেই খুঁজছে।

দিন গেল মাস গেলো

কুহেলিকায় রহস্য আচ্ছন্ন

মনে হয় এ যেন এক বৃহৎ বড়যন্ত্র । 

খবরের কাগজে, টিভি

(আর সোশাল মিডিয়ায়)

নিত্য নতুন খবর ও তথ্য

       মুখরোচক পথ্য

রাজনৈতিক নেতারা এসে

নেমে পড়েছেন আসরে

পারস্পরিক বিরোধী সংলাপে

      বিকশিত তাদের মহত্ব ।


সবাই দেশপ্রেমী, নারী প্রেমী

নিজের প্রচারে ব্যস্ত।

হাতে নিয়ে পতাকা, মশাল মোমবাতি

সবার স্লোগান 'বিচার চাই'

অভয়ার আত্মা বলে

"কবে হবে

সমাজের মানসিকতার পরিবর্তন?

কবে শেষ হবে

নারী জাতির আর্তনাদ, নির্যাতন ও ক্রন্দন?

কবে শেষ হবে এই প্রহসন,

শেষ হবে

সকল দুঃখের অবসান,

সমস্যার সমাধান !”?


No comments

FACEBOOK COMMENT