DEHLIJ

পীযূষকান্তি বিশ্বাস

প্রমাণ

পীযূষকান্তি বিশ্বাস 



দুয়ারের দাগ মুছে দিও, মুছে দিও এই চৌকাঠ

যদি কোন রক্ত লেগে থাকে,  

মেঝেতে ফেলে দিও ভেজা সিমেন্ট , 

যদি কোন পদচিহ্ন থাকে ।   



জন্ম থেকেই তো নিশ্চুপ , এই আমাকে দ্যাখোঃ

ঢাকা পড়ে আছি  কিংবা আমি কোথাও নেই 

আমাকে প্রমাণ করে দেখছে গোয়েন্দারা

আমার নখ, গলা, চোখ, যোনি, 

রোধ করে দেওয়া কণ্ঠ, ভেঙে যাওয়া পেলভিক বোনস... 




আমি ঘুমিয়েছিলাম  কিংবা 

নির্মল চক্ষু নিয়ে আমি ঘুমাতে পারিনি  

আমি ছুঁয়েছিলাম এই দেওয়াল, 

কিংবা দেওয়াল অতিক্রম করে 

কোনদিন চিৎকার করতে পারিনি । 



আমার  রেটিনায়  ঢুকে আছে একটা চশমার কাঁচ

ঈষৎ ভাঙ্গা,  ঈষৎ ইঙ্গিতময় 

আমি দেখতে চেয়েছিলামঃ 

আমি সত্যিই কল্লোলিনী তিলোত্তমা কিনা...  

কিংবা যারা চায়নি এই দুচোখে আমি এইসব দেখি

সরাসরি তাদের চোখে কোনদিন রক্তচক্ষু মেলাই ..



দেওয়ালটা ভেঙ্গে দিলো ওরাই ?  

ভেঙেছিস ? কতো আর ভাঙবি !

দেহটাও তো পুড়িয়ে দিলি ?  

কি করে পোড়াবি রাজপথে নেমে আসা মানুষের প্রতিবাদ ?

আমার কানের চামড়া পুড়ে গেছে তবু শুনতে পাচ্ছি  স্লোগান

আমার চোখের পর্দা পুড়ে গেছে তবু দেখতে পাচ্ছি  তোদের বিনাশ 

জেনে রাখ,  হে তন্ত্রবাহিনী  তোদের দলধর্ষণে 

আমি লজ্জা পাই না আর ।




আমি ফিরে এসেছি রক্ত মাংসে, সহস্র তিলোত্তমার সমস্বরে ।  

আমার শরীর ছিঁড়ে খাওয়া  দৃশ্যপট  

তোদের প্রমাণ লোপাট কাহিনী

কোথায় লুকাবি ওরে ভ্রষ্টরাজ

রাজপথের প্রতিবাদ প্রতিবাদে সুতীব্র চিৎকারে 

তোদের ছিন্ন ভিন্ন করে দেবো আজ ।  

No comments

FACEBOOK COMMENT