DEHLIJ

তামিমৌ ত্রমি

কাঠবিড়ালি-সংহিতা

তামিমৌ ত্রমি 



'কাঠবিড়ালি ছেঁচবি সাগর! হা হা হো হো হি...

এর আগেও কতকিছুই আমরা করেছি।

কাঠবিড়ালি কাঠবিড়ালি এইটুকুনি জীব

কতখানি লম্বা জানিস এ লকলকে জিভ!

ছোঁচা তুই হোঁৎকা পেটুক,তথ্য প্রমান চাস!!

ভিক্ষে দেব বন্ধ করে বেতন,বোনাস

কাঠবিড়ালি পেয়ারা খা, বেয়াড়া কেন হোস!

জানিস না ঘাড় ঘোরালেই অনিবার্য ফোঁস!!

এমনি আমরা খুব শান্ত, জিমেইল করবেট

শান্তিকালীন তৎপরতায় উঁচোই ব্যারিকেড। 

কাঠবিড়ালি কাঠবিড়ালি আমার কথা ভাবো

সুবিস্তীর্ণ ক্ষমতাজাল নষ্ট করে দেব?

বাউন্সার নায়িকা দিলাম মাটি আলো করা

তাকেও তোরা ফিরিয়ে দিলি দুয়ার এঁটে পাড়া!!'



এতকিছুর পরেও মাথা তুলে দ্যাখ!!!

কাঠবিড়ালি তুলছে আওয়াজ,

'সাইমন, গো ব্যাক'!!!

No comments

FACEBOOK COMMENT