অমিত গোস্বামী
পুজো প্রার্থণা
অমিত গোস্বামী
ঘুম ভেঙে আজ রোদ-সকাল আকাশ জুড়ে শরৎকাল
দূর্গা মায়ের আগমনী, তাও
এমন দিনেও মন বিষাদ কারণটা নয় উহ্য থাক
মাগো, আমায় সোনার বাংলা দাও
তোমায় কিছু বলতে চাই অকারণে ফোন ঘোরাই
বাজছে না রিং খারাপ কি ফোনটাও
ওলোট পালোট পাগলমন দূঃখ ঘোরে সারাক্ষণ
মাগো, আমায় সোনার বাংলা দাও
ঘৃণার পাহাড় বুক জুড়ে রাগের প্রকাশ মুখ ফুঁড়ে
স্লোগান ভিড়ে গাইছি বেলা চাও
ফোন বেজেছে তোমার স্বর স্বপ্নদেশের তেপান্তর
মাগো, আমায় সোনার বাংলা দাও
ভাবনা সবার সব কি ভুল? বাগান ভরা শিউলিফুল
বিফল হবে সকল অপেক্ষাও
ঘুম ভেঙেছে সবার আজ পথ জুড়ে আজ কুচকাওয়াজ
মাগো, আমায় সোনার বাংলা দাও

Post a Comment