প্রশান্ত গুহমজুমদার
শব্দ
প্রশান্ত গুহমজুমদার
থেকে যাওয়ার ওপারে আছে। দৃষ্টি চলে না। সেইখানে হাঁটাহাঁটি হয়, বস্তুত প্রভূত পানীয় হাঁটে, মস্করা। ফিনকে ওঠে, রক্ত আর মাংসজনিত ভালোবাসা। চোখ ভাসে, ছিন্ন, কেমন ভেসে যায় রক্তে, অবিশ্বাসে, জলে! দাঁতে মাংস। রাত্রি এমন! মধুসূদনদাদাকে দেখি তুলসীবনে। সে নাচিতেছে। রাধে রাধে। ত্রিভুজ। রম্বস। আলো নাই। বলসব ফিরিয়া ফিরিয়া। গোটা মানুষকে ভেঙে দেওয়া কম কথা! গন্ধ আসে, পোড়া কাগজ ও সুকৃতি। নাচে মৃত্যু। ক্রমে ভাঙে পথ, আয়তক্ষেত্র। অপার আর আগুন। থেকে যাওয়ার ওপারে। শব্দেরা ক্রমে তথাপি শব্দ। পথজোড়া নিরন্তর পারাবতে, কলরবে। বৃষ্টিতে।

Post a Comment