ইন্দিরা দাশ
মূঢ়
ইন্দিরা দাশ
অশ্রু শেষ, এইবার রক্ত ঝরাবে দুটো চোখ দিয়ে?
মনে রেখো হাজার রক্তাক্ত মানুষ ধুয়ে মুছে
আমিই করেছি সেলাই শত ক্ষতস্থান।
ছিন্নভিন্ন দেহে বীর্যপাত করে ঘৃণা'ভরে চলে যাবে
এই হাতে প্রস্রাবের ব্যাগ বয়ে নিয়ে
তোমায়, তোমার প্রিয়জনদের
আমিই না কখনও শুইয়েছি যত্ন করে
অস্ত্রোপচারের বিছানায়!
কি নেবে! আমার প্রাণবায়ু?
পেঁচিয়ে ধরবে শ্বাসনালী?
এইবার ঝড় হয়ে বয়ে যাব তোমার চেতনা লুপ্ত করে দিয়ে।
ভেঙে ফেলবে কণ্ঠার হাড়? দধীচির অস্থি হয়ে বজ্র হাতেও কিন্তু
নেমে আসতে পারি আকাশ থেকে।
মনে রেখো, বিষ্ঠা, ঘাম, মৃত্যু-চিৎকার অগ্রাহ্য করে,
গভীর প্রজ্ঞা, একাগ্র শুশ্রূষায়
প্রাণদানের প্রচেষ্টা করে যে-
তাঁর প্রতি কণা লোহু থেকে
উঠে দাঁড়াচ্ছে আজ
সেই রক্তবীজ
যাদের হারাবার কিছু নেই আর।
শুধু তুমিই হারালে
অসুখে বুকের বল
যন্ত্রণায় পরিচর্যার হাত
সমূহ বিপদে কাঁধে বোনের হাত
মাতৃমূর্তির বরাভয়ের আশ্বাস।

Post a Comment