DEHLIJ

স্বাতী নাথ

লজ্জিত  

স্বাতী নাথ



কত শহীদের রক্তে রাঙানো আমাদের স্বাধীনতা

ব্যার্থ হয়েছে সেই  বলিদান আজ আপমানিত মানবতা

এখন রাজনৈতীক নেতা আর দালাল রা করে রাজত্ব

অপমানিত লান্ছিত আজ নারীদের সতীত্ব

দোষী রা এখন  আর পায় না সাজা

রাজার ছাতায় বসে দেখে তারা মজা

গলা দাবিয়ে বন্ধ করে বিদ্রোহী দের আওয়াজ

অসৎ নেতারা বুক ফুলিয়ে করে অন্ধকারের কাজ

এই স্বাধীনতাই কি চেয়েছিল সুভাষ,  বিনয় বাদল দীনেশ

মানুষ এখন হিংস্র পশু তারা স্বাধীনতা পেয়েছে বেশ

নির্ভয়ে তারা সভ্য সমাজে করে বিচরণ 

মনের আনন্দে করে লুটপাট ধর্ষণ খুন

যেখানে নেই  স্বাধীনতা, করার বিরোধিতা অপরাধের 

সেই সমাজে র সাধারণ মানুষ  আজ কি করে বাঁচতে পারে

তাই তোলো আওয়াজ স্বৈরাচারী তার বিরুদ্ধে

একত্রিত হও মিছিল করো থেকো না আর কোনো আবদ্ধে



No comments

FACEBOOK COMMENT