দেবার্ঘ্য দাস
।।অধ্যারোপ।।
দেবার্ঘ্য দাস
আমার ফ্যান্টাসি দুনিয়ায় মরচে ধরে গেছে
অরন্যদেব থাকে না সে দুনিয়ায়
থাকেনা তার সঙ্গিনী
আমার চেতনায় আর নীল ছবির উত্তেজনা ধরা দেয় না।
আমি নারী বলতে বুঝি যোনী
পুরুষ মানে লিঙ্গের অধিকার!
আমার রয়েছে স্টেথোস্কোপ হাতে ধরা ডাক্তার
আমার কাছে আছে স্টিস্টেমের জুজু
আর জুজুর সিস্টেম
তোমার প্রতিবাদ আমার
তোমার প্রতিরোধ আমার
তোমার শরীর আমার
তোমার চামড়া, -কন্ঠ, রক্ত- ঘাম আমার
তোমার রোগী যার সেবায় তোমাদের দিনরাত থাকতে হয় নিরন্তর
সেই রোগী আর তার শেষ সম্বল - অবশ্যই আমার।
শুধু এক মুঠো রাগ
এক মুঠো পৈশাচিক
এক মুঠো আমার অসহায় পুরুষ এবং লিঙ্গ
তোমার কোমরের নীচে রহস্য তা আমার হাতেই ফাঁস হয়েছে
স্বাক্ষী ভাঙা পেলভিস!
যেভাবে ঘাতকেরা ঘেরাও করে ঘর-শরীর-সন্দেহ-বিছানা
আমি দখল করেছি তোমার অধিকার-চেতনা-লজ্জা-সম্ভ্রম..
আমি বুঝিয়ে দিয়েছিলাম মানুষকে -ভয় বড্ড ছোঁয়াচে
শিরদাঁড়া জমা রাখতে হয় শাসকের এফ.ডি ভল্টে
যা কিছু সাদা
যা কিছু নির্মল
যা কিছু ঠিক - ভুলে যেতে হয় দুই আর দুই যোগে পাঁচের ধারাপাতে
সবই চলছিল মহাকালের গর্ভে ঠিকঠাক-বিলকুল চাঙ্গাসি!
আমিও কসাই হয়ে উঁচিয়ে আছি নিয়ে ছুরি-,
রক্তের গন্ধ ডাক্তারবাবুদের আলাদা করে চিনিয়ে দিতে হয় না।
তারা এতদিন মানুষের চিকিৎসা করে এসেছে
সেবায় ব্রতী থাকবেই - যে কোনও পরিস্থিতিতে
তাই আমিও নিশ্চিন্তে মানুষ মারার প্রকল্পে এনেছি জোয়ার
তোমার উপরে খেলেছি পাশবিক কাটাকুটি
ভ্রুক্ষেপহীন স্পর্ধায় দেখিয়েছি - মাস্টারমশাই আপনি কিছু দেখেননি।
তোমায় ভ্যানিশ করে সিস্টেমকে পকেট নিয়ে খেলে গেছি পিংপং!
শুধু ভোলাতে ভোলাতে -
ভুলে গেছি মহানগরীর ইতিহাসে রাস্তার দাবী!
ভুলে গেছিলাম যে মাটিতে নিরন্তর মেয়েদের শোকগাথা লেখা হয়
সেই মাটিতেই লেপ্টে আছে তাদের জয়গান।
যেখানে আমি পুঁতি ধর্ষকের গর্ব
সেই আদিমযোনি খুঁজেছে দাওয়াই- সভ্যতার সংকট
আলোর খোঁজে যাত্রীরা মরে গিয়েও নিস্তার পায়নি!
অন্ধকারের গভীর হতে উৎসারিত আলো-
বোধ -
সমবেত আগুন জ্বলে উঠেছে
আমার ফ্যান্টাসি দুনিয়া ভেঙে চুরমার
মানুষ বুঝে গেছে আমার মুখ আর মুখোশ
চিনে ফেলেছে ভেতরের নর দানব
আদিম ক্ষত মেরামতের রসদ
লেখা হচ্ছে জনগণের ইস্তেহারে।
দানবীয় মুখের জবাব নেই
উত্তর নেই লালবাজার-সিজিও-স্বাস্থ্য দপ্তর -নবান্নে
ছোঁয়াচে রোগের প্রতিকার ডাক্তার,
জনগণ করে ফেলেছে
শহরে নতুন অক্সিজেন ফিরে আসছে
কন্ঠে, মেরুদন্ডে প্রতিধ্বনি হচ্ছে -
ভয় যেমন ছোঁয়াচে।
সাহসও তেমনি ছোঁয়াচে।।

Post a Comment