DEHLIJ

প্রাণজি বসাক

প্রাণজি বসাক এর কবিতা

নির্মম আঘাতে নিহত 



কবিতার লাইনগুলো আজ আর আসছে না কেন যে

সহজ কীবোর্ড আর সহজ নয় যেন আগুন-লাগা ঘর

পুড়ে খাক হয়ে গেছে ভাষা - ছাই হয়ে উড়ছে বেদনা 

কোথাও কোনো সুস্থির সুখময় প্রেমময় উচ্চারণ নেই

মানুষের সুপ্ত আদিম প্রবৃত্তি মুহূর্তে গ্রাস করে মনুষ্যত্ব

বহুকালের প্রতিবেশী হয়ে ওঠে ধৃষ্ট শত্রু দখলকারী –

রাতের আঁধারে জ্বলজ্বল করে কতশত বিড়াল-চোখ

ফিসফিস কথাদের কোনো ভাষা হয় না শুধু আভাস

হিসাব মেলাতে পারে না মানুষ কখনো মানুষের দ্বন্দ্বে

তোমার কবিতার নির্মল আবেগ নির্মম আঘাতে নিহত

No comments

FACEBOOK COMMENT