দীপঙ্কর সরকার
একটি বিতর্কিত মৃত্যু
দীপঙ্কর সরকার
রক্তের দাগ মোছেনি তখনও সেমিনার হল
শান্ত নিথর, ডাক্তার রুমে ঘুমে অচেতন অভয়া।
নীল চাদরে মোড়া শবদেহ তার বিতর্ক জমলো
যখন সবুজ চদেরের উদ্ভব।
দেহটি জানলো না কিছু সারা দেহে অজস্র ক্ষত
কালশিটে দাগ, চোখ ফেটে ঝলকায় রক্ত ক' ফোঁটা।
যোনি যেন রক্তে ভেজা নদী, লড়াই থেমে গেল তার।
থামলো না জন কোলাহল।
রাতের দখল নিল শত সহস্র অভয়া- নির্ভয়া মিছিলে
মিছিলে ছয়লাপ। স্লোগানে স্লোগানে মুখর নগর ও
জনপদ। আট থেকে আশি সবার মুখেই জাস্টিস জাস্টিস।
কোলকাতা দ্যাখেনি আগে এমত জনরোষ! কোথায়
থামবে এ আন্দোলন, কোথাকার জল কোথায়
গড়াবে
জানে না ' সিটি অব্ জয় ' । লক্ষ কণ্ঠে ধ্বনিত
আজও
দোষীদের ফাঁসি চাই ফাঁসি...

Post a Comment